ত্বকের শুষ্কতা দূর করার সহজ উপায়

ত্বকের শুষ্কতা দূর করার সহজ উপায়। ঘরোয়া পদ্ধতিতে দূর করুন শুস্ক ত্বক


আপনি জানেন কি? কমলার খোসা শুস্ক ত্বকের সমস্যা সহজেই সমাধান করতে পারে। কমলার খোসার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো ত্বকের শুষ্কতা কমাতে উপকারী। তবে এ ক্ষেত্রে আরো যোগ করতে হবে, ওয়ালনাট ও দুধ। ওয়ালনাট ত্বকের আর্দ্রতা ধরে রাখে। দুধ ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে। এই মিশ্রণ ত্বকের শুষ্কতা দূর করতে খুবই উপকারী। আসুন জেনে নেওয়া যাক, মিশ্রণটি তৈরির উপায়—

যা লাগবে :

  • দুটি কমলার খোসা, গুঁড়া করা
  • এক টেবিল চামচ ওয়ালনাট গুঁড়া
  • দুধ (প্রয়োজন মতো)

যেভাবে ব্যবহার করবেন

একটি পাত্রের মধ্যে কমলার গুঁড়া নিন।

এর মধ্যে ওয়ালনাট গুঁড়া মেশান।

এর মধ্যে প্রয়োজনমতো দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন।

মুখে পেস্টটি মাখুন।

শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

এরপর ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের সমস্যা সমাধানে সপ্তাহে দুই দিন মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

#DrySkin
#DrySkinProblemSolve
#DrySkinProblem
#SolutionForDrySkin
#SkinProblemSolve
#HowToRemoveDrySkin


Comments